আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
এডভার্ড মুংক একজন চিত্রশিল্পী। নরওয়েজীয়। তাঁর বিখ্যাত পেইন্টিং, আর্তনাদ। একবার নিলামে এ পেইন্টিং বিশ্বের সবচেয়ে দামি পেইন্টিং হয়েছিল। এডভার্ড মুংক একই আর্তনাদ কয়েকবার এঁকেছেন। দু-দুবার অসলো’র মিউজিয়াম থেকে সে পেইন্টিং চুরি হয়। উদ্ধারও হয়। চোরের কবলে পড়ে মুংকের কবরের সমাধিফলকও। লেখক স্বীয় কৌত‚হলে দেখতে গেলেন মুংকের সেই আর্তনাদ। নরওয়ের রাজধানী অসলো-তে। গ্রীষ্মে অসলো-তে সূর্য ডোবে রাত এগারোটায়। সকাল হয় ভোর দুটায়। লম্বা দিন। আর্তনাদ দেখা হয়ে গেলে লেখক তখন ভাস্কর্য দেখেন, অপেরা দেখেন। আবার হোটেলে ফিরে আটকে যান নষ্ট হওয়া লিফটে। অসলো শহরে নোবেল শান্তি পুরস্কারের আসর বসে। প্রতি বছর। ২০০৬ সালের আসরের মধ্যমণি ছিলেন এক বাংলাদেশি। লেখক তাঁর খোঁজে গিয়ে পেয়ে যান একটা কফির টেবিল। নরওয়ের বিখ্যাত নাট্যকার হেনরিক ইবসেন একশ বছর আগে নাকি সে টেবিলে বসেই প্রতিদিন কফি পান করতেন। মুংকের আর্তনাদ দেখার ওসিলায় লেখক এভাবেই বর্ণনা করেছেন অসলো-তে তিনদিনের ভ্রমণ।
Report incorrect information