Category:শিশু-কিশোর উপন্যাস
২০০ টাকার বুকমার্ক সেট ফ্রি! বিভূতি-ভিন্টেজ উপন্যাস সমগ্র কিনলেই
বিমল ও সুরেশ বাঙাল মুল্লুকের দুই যুবক। বেকারত্ব ঘোচাতে পাড়ি জমায় বিদেশ বিভূঁইয়ে। রেঙ্গুনের এক স্টিমারে পরস্পরের সাথে তাদের পরিচয়। পেশাজীবন সূচনার লক্ষ্যে দুজনেরই গন্তব্য সিঙ্গাপুর। কিন্তু ঘটনাচক্রে তারা জড়িয়ে পড়ে চীন-জাপান যুদ্ধে। কনসেশন আর্মির হয়ে কাজ করতে তারা পৌঁছে যায় সাংহাই-এ। যুদ্ধের নারকীয়তার মধ্যে তাদের পরিচয় ঘটে পিতৃসুলভ প্রফেসর লি এর সাথে। যিনি অসীম জীবনীশক্তির অনন্য আধার। অপরদিকে রয়েছে মিনি এবং এ্যালিস। মৃত্যুভয় ছাপিয়ে যাদের কণ্ঠে শুধুই মনুষ্যত্বের জয়গান। ভাগ্য তাদের সকলকে গেঁথে দিয়েছে একই সুতোয়।
Report incorrect information