Category:বাংলা কবিতা
কবি আবূ সাইফুল্লাহ একজন প্রতিবাদী কবি; তাঁর গ্রন্থের পুরোটাজুড়েই রয়েছে প্রতিবাদ আর সমাজের অসংগতিকে উপস্থাপন। ভাষা ও তত্ত্ব বিধান অনুসারে তিনি তাঁর প্রতিবাদকে তুলে ধরেছেন কখনো পদ্যে বা কখনো গদ্যে; কবিতার শুরু থেকে শেষ অব্দি গাল্পিকভাবে উপস্থাপিত। কোথাও সমাজকে পরাপর্শ দিয়ে গেছেন নীরব লেখনী বিপ্লবের মাধ্যমে। তার প্রমান; তাঁর লেখার ভাবধারা, ভাববাচ্যে নাটকীয় জাদু। এর সঙ্গে ছন্দ-অলংকার-উপমায় উপমিত হয়ে ওঠে তাঁর ভিতরঘরের কথা। অন্তরঙ্গের খানিকটা পরিপূরিত হয় রসে, বাকিটা তাঁর বহিরাঙ্গের অঙ্গভঙিতে আশ্চর্য রূপ লাভ করে। অনতিনিরূপিত গদ্য-ছন্দে দোলা দেয় অনন্য অপরূপ মহিমা- এক মধুর; কোমল অথচ দ্রোহ ও প্রেমের প্রাকৃত ভাষা।
Report incorrect information