আমাদের প্রেমের কারণেই সৃষ্টি হয়েছিল ‘প্রেম’ নামক অন্তর্দাহ
সূর্যের প্রেমে পড়ে যেমন পৃথিবী প্রজনন করল চাঁদের।
চাঁদের প্রেমে নিষ্ফল ধাবমান সমুদ্রের মতো যদি
আমিও স্রোতস্বিনী হয়ে অনন্ত পারাবারে মিলিত হই,
তবে কি একটু হলেও কম পোড়াবে সূর্যের সলতে?
তাতে যদি পৃথিবীর অভিমান হয়? তুমি তাহলে আর ফিরে এসো না।
কেননা, ফিরে আসার জন্য তো তুমি দূরে যাওনি,
আমিও তোমাকে যেমন ভালোবাসিনি ঘৃণা করার জন্য।