তরুণ কবি আল ইমরান বাবুর প্রথম কবিতার বই ‘ফুটন্ত করবী’র পাণ্ডুলিপি পড়ার সৌভাগ্য হলো। বিচিত্র মনোভাবে কবিতাগুলো রচনা করা হয়েছে। রাবীন্দ্রিক ঢংয়ে সাধু—চলিত ভাষার মিশ্রণে কবিতার অবয়ব দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। নবীন কবি হিসেবে তার প্রচেষ্টাকে স্বাগত জানাই। তার কবিতার বক্তব্য আমার ভালো লেগেছে।
জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি তিনি কাব্যিক অবয়বে ফুটিয়ে তোলার প্রয়াস দেখিয়েছেন। পঠন—পাঠনে সহজবোধ্য কবিতাগুলো সাধারণ পাঠককে আকৃষ্ট করবে। আমি তার মঙ্গল কামনা করছি। প্রত্যাশা রইলো, তার কবিতাচর্চা অব্যাহত থাকবে।
আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি। আল ইমরান বাবুর ‘ফুটন্ত করবী’ সৌন্দর্য বিলাক। পাঠককে মোহিত করুক। শুভ কামনা সব সময়।