একদা ‘সদা সত্য কথা বলিবে’ ধরণের বিদ্যাসাগরী বাক্যবন্ধ ছিল প্রচল এবং সাধারণ, ছিল মদন মোহন তর্কালঙ্কার বা কৃষ্ণচন্দ্র মজুমদার অথবা সুনির্মল বসুর মত কবিতাকার ছড়া বা নীতিপদ্য ধারায় ধ্রুব সৃষ্টি সমুচ্চয়, ছিল আবালবৃদ্ধের কাছে প্রিয় পাঠ, আজ যুগান্তরে ও প্রজন্মান্তরে সে সবই যেন ভিন্ন রুচির বিষয়। সুখের বিষয় “হলফ করে বলছি” কাব্যগ্রন্থের কবি খাদেম রসুল সরকারের মাত্রাবৃত্তে ও অক্ষরবৃত্তে রচিত কবিতাগুলো সুপাঠ্য এবং স্বরমাত্রিক ছড়া শিশুতোষ সৃষ্টির নব প্রকাশ আমাদের কাছে আশাপ্রদ ও নব প্রভাতের অরোরার প্রতিভাস হয়ে দেখা দিয়েছে। এই দেশব্রতী ও জীবনধমীর্ কবির প্রতি রইলো আমার চির শুভাশিস।