উদীয়মান কবি বলতে সেই সমস্ত কবিদের বোঝায়, যারা প্রতিভা এবং সৃজনশীলতার চমৎকার সমন্বয় ঘটাতে সক্ষম। এদের লেখা ভাবনা ও অভিব্যক্তির প্রকাশ সাহিত্যের সংজ্ঞাকে প্রতিফলিত করে। তরুণ কবি মোশারফ হোসেন এমনই একজন লেখক যার লেখনীতে তারুণ্য, উদ্দীপ্ত প্রাণশক্তি আছে, যা সাহিত্যে নতুন দীগন্তের উন্মেষ ঘটাতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। তাঁর কবিতা চমৎকার অভিজ্ঞতার কথা বলে, যা আমাদের বর্তমান প্রজন্মের চিন্তা এবং অনুভূতিগুলিকে প্রতিফলিত করে।
"বিষাদের বেলাভূমি" কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা আমি পড়েছি। আমার কেবলি মনে হয়েছে — এই বেলাভূমিতে বিষাদের ঢেউ স্মৃতির স্রোতে ভাসছে বিরহের চিহ্ন, প্রতিটি চরণে ফুটছে একাকিত্বের শিস, আনন্দ ও বেদনাময় জীবনের নিদর্শন।
গ্রন্থটিতে কবি আবেগ, ভাবনা এবং রূপকল্পের প্রবহমানতাকে চমৎকার ভাবে কাব্যিক আকার দিয়েছেন।
যেখানে বেদনায় ভাসে মেঘের ছায়া, সেখানে প্রেমের সুরে হৃদয় কাঁদে। নিঃসঙ্গতার মাঝে খুঁজে পাওয়া সুখ, এই বেলাভূমিতে জড়িয়ে আছে স্মৃতি ও ক্ষণ।
আগামী দিনে কবি লিখনির মাধ্যমে এগিয়ে যাবে বহু পথ।
নিরন্তর শুভকামনায়—