যে কেউ আহলুস সুন্নাহর পথের অনুসারী হতে চায়, তার জন্য এই বই এক আলোকবর্তিকা। আকীদার মতো সূক্ষ্ম বিষয়ে বিভ্রান্তি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে; ঠিক তখনই এই কিতাব মনে শান্তি এনে দেয়। প্রতিটি অধ্যায়ে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যেন একজন অভিজ্ঞ আলিম হাত ধরে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছেন কীভাবে সঠিক আকীদা গঠন করতে হয়, বিদআতের ফাঁদ চিনে দূরে থাকতে হয়। গভীর ইলমের পাশাপাশি ভাষা এতটাই সহজ ও প্রাণবন্ত যে, পাঠের সময় মনে হবে এক আলিম হৃদয় থেকে হৃদয়ে কথা বলছেন।
বইটি সম্পর্কে কিছু কথা:
ইমাম আহমাদ ইবন হাম্বাল রাহিমাহুল্লাহর কালজয়ী রিসালাহ ‘উসূলুস সুন্নাহ’— আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা ও মানহাজের এক প্রামাণ্য দলিল। শাইখ আবদুল আযীয ইবন আবদুল্লাহ রাজিহীর সাবলীল ও বিশ্লেষণধর্মী ব্যাখ্যা এই ক্লাসিক গ্রন্থটিকে নতুন প্রজন্মের পাঠকের জন্য আরও সহজবোধ্য করে তুলেছে। আকীদাগত ভ্রান্তি, বিদআত ও বিভিন্ন ফিরকার বিপরীতে সালাফে সালিহিনদের সঠিক অবস্থান বুঝতে এটি অপরিহার্য এক কিতাব। এটি শুধু তাত্ত্বিক নয়— বরং একজন মুসলিমের ঈমান ও দীনী চিন্তাধারাকে সঠিক পথে ফিরিয়ে আনার বাস্তব নির্দেশনাও প্রদান করে।