শিয়াদের বৃহত্তর উপদল ইসমাইলি ফিরকা। তারা নবীজির আনীত শরিয়তকে ‘জাহেরি শরিয়ত’ আখ্যা দেয় এবং নিজেদের বানানো কল্পিত ‘বাতেনি শরিয়তে’ বিশ্বাস করে। এদের থেকেই বিভক্ত হয়ে সাম্রাজ্য গঠন করেছে ফাতেমি ও কারামিতা সম্প্রদায়। ফাতেমিদের থেকে আবার বিভক্ত হয়েছে হাসান বিন সাব্বাহের নিজারি সম্প্রদায়, দ্রুজি, বুহরা ও আগাখানি সম্প্রদায়। এ বইয়ে বাতেনি শরিয়তে বিশ্বাসী এ সকল দল-উপদলের বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে। অগ্নিপূজক ও দ্বৈত্ববাদীরা কীভাবে মুসলমান সেজে ইসলামকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, বৈশ্বিকভাবে শিয়া সম্প্রদায় কীভাবে ইসলামের ক্ষতি করেছে—বইটির মাধ্যমে আমরা সে ইতিহাস জানতে পারব।