কাউকে ভালোবাসতে দীর্ঘসময় প্রয়োজন হয় না। মুহূর্তের মধ্যে ভালোবাসা নামক শব্দটি বুকে চেপে বসে। বারবার বুকে আঘাত করে জানান দেয়- তাকে ছাড়া চলবে না, কিছুতেই চলবে না।
ভালোবাসাকে পেতে যুদ্ধ করতে হয়। সহজে পেয়ে গেলে নাকি স্বর্ণকেও পিতল ভাবে লোকে। ভালোবাসাকে সব মেনে নিজের করে পেতেও ঋতুর পর ঋতু নিজের সাথে যুদ্ধ করে তার অপেক্ষায় কাটাতে হয়। পরিশেষে যখন অতি কাঙ্ক্ষিত মানুষটি নিজের হয়, পরিবার, সমাজ অনুকূলে থাকে তখন সব ভয়কে জয় করে বলতে হয়, “প্রিয়তমা, ভালোবাসি।”