1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 500TK. 329 You Save TK. 171 (34%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
নিহাররঞ্জনের বইয়ের ভূমিকা লিখতে বসে ঘুরেফিরে একই কথা আসে । তার লেখার ক্লান্তি ছিল না । কিশোর বয়স থেকেই লেখা আরম্ভ করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত অর্থাৎ ৭৬ বছর বয়স পর্যন্ত উনি লিখেছেন। লেখা শুরু করার পর থেকে একদিনের জন্যও কখনও লেখা বন্ধ করেননি ।
হাজার কাজের মধ্যেও ভোরবেলা ও দুপুরবেলা নিহাররঞ্জন তার লেখার টেবিলে বসতেন। কখনো তাকে একনিষ্ঠতার অভাব অনুভব করেনি। নিহাররঞ্জন যা করবেন বলে ভেবেছেন সেটা না করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতেন।
নিহাররঞ্জের বহু বই উপন্যাস ও গল্পের আকারে লিখে গেছেন। তার মধ্যে অনেক বই প্রকাশ হয়েছিল ।
নিহাররঞ্জন গুপ্ত তার লেখনি এমনি ভাবে লিখতেন যে, মনে হয় কেউ আমার কাছে গল্প শুনাচ্ছেন। তার রচনাগুলো পড়ি তখন মনে হয় তাঁর লেখার চরিত্রগুলো আমাদের সামনে ঘুরাফেরা করছে। এই কথাগুলো শুধু আমার নয় পাঠকদের কাছে শুনেছি। এখনও যারা নিহাররঞ্জনের রচনা পড়তে ভালবাসেন । তারাও আমার সাথে একই কথা বলবেন ।
নিহাররঞ্জন আজ আমাদের মাঝে নেই তারপরও তাঁর রচনাগুলো মনে হয় আমার মত পাঠক/পাঠিকার মন থেকে মুছে যাইনি। সব রকমের লেখাই অতি সুন্দর করে লিখেছেন। শিশু ও বৃদ্ধরা কেউই এ রস থেকে বঞ্চিত হয়নি। বর্তমান যুগের পাঠকরা যাতে এ হতে বঞ্চিত না হয় তাই এই প্রচেষ্টা এবং আশা করি সফল হবে ও ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
রচনাগুলো শিল্পলক্ষণ বিচারে যেমন উৎকৃষ্ট, তেমনি বাঙালির গ্রামীণ ও নাগরিক চিত্র হিসেবেও তার মূল্য অসাধারণ। কিন্তু তাই বলে তিনি রচনাগুলোকে শুধু বাঙালি জীবনের স্থানকাল ঘেরা গণ্ডির মধ্যে সংকীর্ণ করে রাখেন নি। বাঙালি জীবনের আঁধারে এর মধ্যে চিরকালের মানুষের সুখ-দুঃখ স্থান পেয়েছে, তাই বিদেশীরাও তাঁর রচনার মধ্যে নির্মল আনন্দ খুঁজে পান।
বিশেষ বিশেষ প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে শিল্প সৃষ্টি হতেই পারে না, একথা কড়াকড়ি করে মানলে অনেক শিল্পীকেই লেখা থেকে বিদায় নিতে হবে। সর্বশেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
জাহিদা মেহেরুননিসা সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) ইডেন মহিলা কলেজ