আবুল হায়াত অভিনয় জগতের এক জীবন্ত নক্ষত্র! একাধারে মঞ্চ, টেলিভিশন নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা, লেখক, ঔপন্যাসিক, নির্মাতা, প্রকৌশলী আদ্যোপান্ত একজন শিল্পের মানুষ আবুল হায়াত। শিল্পের সঙ্গে এই মানুষটির সখ্যতা ৫৫ বছরের অধিক সময় ধরে এবং দীর্ঘ ক্যারিয়ারে নেই কোনো বিতর্কের দাগ, নেই কোনো ব্যর্থতা। প্রাপ্তির ঝুলিতে রয়েছে প্রশংসা আর দর্শকদের ভালোবাসা। ৬৯'-এর গণ-অভ্যুত্থানের সময় থেকে আজ অব্দি নিয়মিত অভিনয় করে চলেছেন আবুল হায়াত। তাঁর অভিনীত নাটকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।
ছয় দশকের শিল্পীজীবনে বরেণ্য শিল্পী আবুল হায়াত দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য কাজ। অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাটক নির্মাণ সবই চলেছে একসঙ্গে। বুয়েট থেকে কৃতিত্বের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পাশ করেও শিল্প-সংস্কৃতি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। বরং অভিনয়ের জন্য ছেড়েছেন লোভনীয় সব চাকরি। শিল্পীর জীবনের এই শৈল্পিক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্পগুলো এবার উঠে এসেছে তাঁর আত্মজীবনী 'রবি পথ'-এ। তিনি এ আত্মজীবনীতে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই আত্মজীবনীটি এক আনন্দ-যাত্রার গল্প, যা পরবর্তী প্রজন্মকে শিল্পকে ধারণ করতে, শিল্পের সাথে পথ চলতে সাহস জোগাবে। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি একই সাথে সংস্কৃতির ধারক এবং বাহক। খুব সহজ সরল তাঁর জীবন দর্শন, এক কথায় বলা যেতে পারে 'living in art for art's sake'। তিনি দর্শকদের ভালোবাসার মাঝেই বেঁচে থাকতে চান। জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসা বুকে নিয়ে অভিনয় করে যেতে চান।