ইসলামের প্রধান দুই উৎস কুরআন ও হাদিসে মানবজীবনের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। সেই সমস্যা ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় কিংবা দৈহিক বা আধ্যাত্মিক- যা-ই হোক না কেন। এই সমস্যাবলির মধ্যে প্রথমোক্ত সমস্যার সমাধান রয়েছে ইলমুল ফিকহ তথা ফিকাহ শাস্ত্রে। আর দ্বিতীয় প্রকারের সমস্যাবলির সমাধান রয়েছে ইলমুত ত্বিব্ব বা ইসলামি চিকিৎসা শাস্ত্রে। প্রথম প্রকার সমস্যাবলির সমাধান নিয়ে বহু গ্রন্থ রচিত হলেও দ্বিতীয় প্রকারের বিষয়ে লেখালেখি হয়েছে খুবই কম। আবার যা-ও বা হয়েছে, সেগুলোর মাঝে কুরআন ও সহিহ হাদিসকে একমাত্র রেফারেন্স হিসাবে ব্যবহার করার যে দায়বদ্ধতা সেটি খুব কমই সংরক্ষিত হয়েছে।
সেই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এসেছেন যেসব উম্মাহ-দরদি আলেম, তাঁদের মধ্যে ছিলেন আরববিশ্বের খ্যাতনামা আলেম শায়েখ সায়িদ ইবনে আলি ইবনে ওয়াহফ আল-কাহতানি (রহ.)। তাঁর রচিত হিসনুল মুসলিম বইটি সহিহ হাদিসভিত্তিক আমল-ওযিফা-যিকির শেখার জন্য সমগ্র মুসলিম বিশ্বেই ব্যাপকভাবে আদৃত ও নন্দিত। সুন্নাহসম্মত পদ্ধতিতে ঝাড়ফুঁক ও তদবির বিষয়ে তাঁর আরেকটি পুস্তিকা রয়েছে, যেটি আমরা প্রাসঙ্গিক কারণে হিসনুল মুসলিমের সঙ্গে যুক্ত করে দিয়েছি। কিতাব দুটির প্রতিটি আয়াত ও হাদিসের তাখরিজ ও তাহকিক করা হয়েছে, যার মাধ্যমে এটি এর অন্য সকল অনুবাদের তুলনায় এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। অনুবাদের সঙ্গে-সঙ্গে পাঠকসাধারণের সুবিধার্থে উচ্চারণও যুক্ত হয়েছে। সুন্নাহভিত্তিক আমল-অযিফা শেখা এবং যাপিত জীবনের নানা সমস্যার সমাধানে বই দুটি আমাদের দৈনন্দিন জীবনের একান্ত সঙ্গী হয়ে উঠবে- ইনশা আল্লাহ।
তিনি ১৩৭২ হিজরি সনে সৌদি আরবের কাহতানের আরিন নামক গ্রামে জন্মগ্রহণ করেন৷ মৃত্যুকালে হিজরি সন অনুযায়ী তার বয়স হয়েছিল ৬৮ বছর। এ প্রখ্যাত আলেম জনপ্রিয় জিকিরের কিতাব ‘হিসনুল মুসলিম’সহ ৮০টি কিতাব রচনা করেন। আজ বাদ আসর স্থানীয় রাজেহি জামে মসজিদে জানাজা শেষে তার লাশ মাকবারায়ে নাসিমে দাফন করা হবে। ড. সাঈদ বিন আলি বিন ওয়াহাফ আল-কাহতানি ১৪০৪ হিজরিতে জামেয়া ইমাম মুহাম্মাদ ইবনে সউদ থেকে ‘কুল্লিয়াতু উসুলিদ দ্বীন’ বিষয়ের মাধ্যমে শিক্ষা জীবন সমাপ্ত করেন। অতঃপর ১৪১২ হিজরিতে তিনি ‘আল হিকমাহ ফিদদাওয়াতি ইলাল্লাহ’ বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন এবং ১৪১৯ হিজরিতে ‘ফিকহুদ দাওয়াহ ফি সহিহিল ইমামিল বুখারি’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন৷ তিনি কাহতানের স্থানীয় মসজিদের ইমাম ও দায়ী হিসেবে দায়িত্ব পালন করেন। ড. সাঈদ বিন আলি বিন ওয়াহাফ আল-কাহতানি লিখিত ‘হিসনুল মুসলিম’ কিতাবটি কয়েক মিলিয়ন কপি ছাপা হয়েছে, যা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ ও প্রচার হয়েছে। যা মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নেয়ামত। আল্লাহ তাআলা বিশ্বনন্দিত আলেমেদ্বীন শায়খ ড. সাঈদ বিন আলি বিন ওয়াহাফ আল-কাহতানিকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন। আমিন।