5 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 250TK. 199
You Save TK. 51 (20%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
বাঙালি মুসলমান কেমন আছে? কেমন থাকলে ভালো থাকতো এটা নিয়ে আদো কি কোনো গবেষণা হয়েছে? সীমান্তের ওপাড় থেকে আসা একটি ধর্ম কি ওই দেশের মতো করে চলবে নাকি বাঙালির সমাজ সংস্কৃতি আলো-বাতাসের সাথে হাতে হাত রেখে চলবে এটাও কি আমরা নির্ণয় করতে পেরেছি? কথায় কথায় জ্ঞান বিজ্ঞানকে বেদাত ঘোষণা দিয়ে আমরা কি বিচ্ছিন্ন হয়ে পড়ছি আধুনিক পৃথিবী থেকে? বললে অত্যুক্তি হবে না, বাঙালি মুসলমানদের যে গুণে পরধর্মের লোকেরা ছুটে আসতো, সে বদন মলিন এখন। উপরন্তু তারা ছুটছে অন্যের দ্বারে দ্বারে। এক মুসলমানে বিশ্বাস নেই আরেক মুসলমানের। ঐতিহ্যের নগরী পুড়ছে আস্থার সংকটে। বাঙালি মুসলমান আপন জৌলুশ হারিয়ে এখন ক্ষয়িষ্ণু জমিদার! এ থেকে উত্তরণের পথ কোথায় এ নিয়ে ভাবনার অবকাশ নেই কারো। তাদের বেলা বয়ে যায় তোতাপাখির মুখস্থ পুঁথি পাঠে। তাদের ব্যস্ততা নিজেদের মধ্যে Divide and Rule নিয়ে। কাকে ওহাবি বলে, কাকে সুন্নী বলে ট্যাগ লাগিয়ে মাথায় আঘাত করা যায়। 'লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রুর স্বর্ণ-লঙ্কাই পোড়া।' নিজেরা পুড়ায়, নিজেরা পুড়ে। গৃহদাহ।
জীবন প্রবাহমান। সময়ের ট্রেন মিস হলে আগন্তুক হয়ে থাকতে হবে স্টেশনে। এ চৈতন্য না জাগলে বাঙালি মুসলমান পরিযায়ী পাখি হয়ে যাবে অতিশয়।