4 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 194TK. 136 You Save TK. 58 (30%)
Related Products
Product Specification & Summary
এই কিতাবে আমি গাযার চিত্র এবং বিশ্বের প্রতিক্রিয়া তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা হয়ত গাযার শহীদদের রক্তের সামনে আমার দুর্বলতা এবং অক্ষমতাকে ক্ষমা করে দেবেন। আমার এ ক্ষুদ্র প্রয়াস কবুল করবেন এবং কিয়ামত দিবসে যখন গাযা আমাদেরকে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে তখন তিনি আমাকে মাফ করে দেবেন।
গাযাকে আমেরিকার জানোয়ার পুরো বিশ্বের চোখের সামনে গিলে ফেলেছে। ভয়ংকর এবং বেদনাদায়ক সব কাণ্ড সেখানে ঘটছে। অথচ গোটা বিশ্ব নিরব, যেন মানবতা ও মনুষ্যত্ব পৃথিবী থেকে হারিয়ে গেছে।
তারা মনে করে গাযার মানুষ লোহা এবং ইস্পাতের তৈরি। গাযাবাসী তো মাটিরই মানুষ। আঘাত পেলে তাদেরও কষ্ট হয়, তারাও দুঃখ পায়, কেঁদে বুক ভাসায়। তাদেরও তো রয়েছে বেঁচে থাকার অধিকার।
গাযায় অবশ্যই বিজয় আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জায়নবাদীদের প্রকৃত ঠিকানা জাহান্নাম। কিন্তু আমাদের ইহকালও মর্যাদা ও গৌরবের, আর আমাদের পরকালের জন্য আল্লাহ তাআলা অভাবনীয় প্রতিদান ও পুরস্কার রেখে দিয়েছেন। আমরা বেঁচে থাকলে মুজাহিদ, আর মৃত্যুর পরে হয়ে যাব জান্নাতের সবুজ পাখি। আল্লাহ বলেছেন, শহীদরা মৃত নয়, তারা জীবিত.....