এ পুস্তকটি ইলমে তাজবীদের জরুরী বিষয়বস্তু নিয়ে লেখা যার জন্য এর নাম করণ করা হয়েছে ’জামালুল কুরঅন’
এর অধিকাংশ আলোচনাই ইলমে তাজবীদের সুপ্রসিদ্ধ গ্রন্থ হাদীয়াতুল ওয়াহীদ থেকে চয়ন করে খুব সহজ ও সরল ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে।
যা প্রান্তিক স্তরের ছাত্ররাও বুঝে নিতে পারবে। তাছাড়া ইলমে কেরাতের অন্যান্য কিতাবাদী থেকেও কিছু কিছু বিষয় বস্তু নেয়া হয়েছে। অবশ্য সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কিতাবের নামও উল্লেখ করে দেওয়া হয়েছে।