হে অমার ছেলে অশ্লীল গল্প-উপন্যাস পড়ে, অশ্লীল চলচ্চিত্র-ছবি দেখে মনস্কামনা পূর্ণ কর। এসব তোমাকে মোহাবিষ্ট করে রাখে, তোমার চোখ-মুখে তৃপ্তি দেয়। এরপর তুমি যেদিকেই তাকাও সেই কমনীয়, সুন্দর চেহারাগুলো তোমার চোখের সামনে ভাসতে থাকে। ভূগোলের বই খুললেই সেসব চেহারা দেখতে পাও। পূর্ণিমার চাঁদের দিকে তাকালে মনে হয়, চাঁদ তো নয় যেন প্রিয়ার মুখ। আদিগন্ত লালিমায়, রাতের আঁধারে, শয়নে-স্বপনে-জাগরণে শুধু তাকেই দেখো।
ছেলে আমার ! আল্লাহর কসম ! এগুলো সব অন্তঃসারশূন্য কথাবার্তা। তাদের বিবেক এগুলো বলে না, বলে তাদের কামুক মন। সত্যিকার অর্থে তারা কখনোই চরিত্রের সংশোধন চায়না। নারীর প্রগতিশীলতা, সভ্যতার বিকাশ, বিশুদ্ধ আত্মা, সামাজিক বন্ধন এসব তাদের আওড়ানো বুলি মাত্র।..."
রোগ দুই প্রকার: শারীরিক, মানসিক।
শারীরিক রোগের অষুধ তো ফার্মেসিতে পাওয়া যায়।
মানসিক রোগের অষুধ পাবেন কোথায়?চিন্তার জগতে ঝড় ওঠবে।