হানাফী মাযহাবে যেসব মাসআলার উপর ফতোয়া দেয়া হয়েছে, এই গ্রন্থে কেবল সেসব মাসআলাগুলোই সন্নিবেশিত করা হয়েছে এবং অধিকাংশ মাসআলাগুলো হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) রচিত বেহেশতী যেওর ও বেহেশতী গাওহার, এবং মুফতী আশেকে এলাহী বুলন্দশহরী প্রণীত 'আহকামে নামায' নামক কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে।