উপমহাদেশের প্রখ্যাত লেখক মাওলানা আশিকে ইলাহী কর্তৃক উর্দু ভাষায় রচিত 'মরণে কে বাদ কেয়া হোগা?' এ বিষয়ের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এতে কুরআন হাদীসের আলোকে কবর (বরযখ) কবরবাসী, কিয়ামত, হাশর-নশর, হিসাব-কিতাব, শাফাআত ও আরাফবাসীদের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। ও অবশেষে জান্নাত-জান্নাতী জান্নাতের নিআমতসমূহ ও জাহান্নাম-জাহান্নামী সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। 'মরণের পরে কি হবে?' নামে তারই সরল বাংলা অনুবাদ আমরা বাংলা ভাষী পাঠকের হাতে তুলে দিলাম।