মাওলানা মুহাম্মদ সিরাজুর ইসলাম বুখারী শরীফ মুসলিম শরীফ সহ সিহাহ সিত্তাহ ও অন্যান্য হাদীছ গ্রন্থ হতে অত্যন্ত সতর্কতার সাথে চয়ন করে " হাদীছের বিরল কাহিনী" নামক একখানা প্রামাণ্য গ্রন্থ অতিশয় সাবলিল ভাষায় রচনা করেছেন। ইহা পাঠককে হাদীছের কাহিনী জানার পাশাপাশি সাহিত্য প্রেমিদের সামান্য হলেও তৃষ্ণা নিবারণ করবে বলে আমি আশাবাদী।