দুনিয়ার অসারতা তুলে ধরতেই বিশিষ্ট বুযুর্গ, সুন্নাতে নববীর প্রতিচ্ছবি যিনি দাওয়াত ও তাবলীগে নিজের জীবনকে বিসর্জন করেছেন হযরত মাওলানা ওমর পালনপুরী (রহঃ) তার কিতাবের মাঝে এই প্রায়াসই চালিয়েছেন। তাঁর এই কিতাবটি মানুষের অন্তরে দুনিয়ার মহব্বত দূর করে আখিরাতের মহব্বতের শিখর স্থাপন করতে সহায়তা যোগাবে ইন্শাআল্লাহ। যা আমি অনুবাদ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি।