Category:দোয়া, দরূদ ও যিকর
সন্ধ্যায় উপনীত হলে করণীয়
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'যখন রাত্রি অন্ধকার হবে' অথবা (বলেছেন) সন্ধ্যায় উপনীত হলে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে আগলে রাখবে; কারণ, তখন শয়তানরা ছড়িয়ে পড়তে থাকে। তারপর যখন রাতের একটা সময় অতিবাহিত হবে, তখন তাদের ছেড়ে দিবে। আর তোমরা দরজাগুলো বন্ধ করবে এবং আল্লাহর নাম নেবে। কেননা শয়তান কোনো বন্ধ দরজা খুলে না। আর তোমরা তোমাদের পানপাত্রসমূহ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম নিবে। আর তোমরা তোমাদের থালা-বাসন ঢেকে রাখবে এবং আল্লাহর নাম নেবে, যদিও সামান্য কিছু তার ওপর রাখ। আর তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো নিভিয়ে রাখবে।
২৬৬
২৬৬. গহিহ বুখারি: ৫৬২৩; সহিহ
Report incorrect information