Category:দাওয়াত, তাবলীগ, বক্তৃতা, আলোচনা ও ওয়াজ
আকর্ষণীয় চাবির রিং ফ্রি! এক নজরে কুরআন নিলেই চাবির রিং পাচ্ছেন KEYRING কোড ব্যবহারে!
সংকলকের বাণী
দক্ষিণ আফ্রিকা থেকে দ্বিতীয় সফর শেষ করে আসলে আমার পীর ও মুরশিদ হযরত হাকীম মাওলানা শাহ মুহা. আখতার সাহেবের নিকট তাঁর কয়েকজন বিশিষ্ট আত্মীয়-স্বজন আবেদন করেন যে, রমযান মাসের কুরআন খতমের এই বিশেষ সময়ে হযরতওয়ালা যদি আমাদের মসজিদে তাশরীফ নেন এবং কিছু অছিয়ত করেন তাহলে মুছল্লিগণসহ আমরা সবাই উপকৃত হব। অথচ রমযানে হযরতওয়ালার দুর্বলতা বেড়ে যাওয়ায় কোথাও যান না। কিন্তু এবার ঘনিষ্ঠ ও বিশিষ্ঠ ব্যক্তিদের আবদার রক্ষা করতে গিয়ে রাজি হয়ে গেলেন এবং এই আবেদন গ্রহণ করলেন।
হযরতওয়ালার এ বয়ানটি ২৫শে রমযানুল মুবারক ১৪১৪ হিজরী ৭ই মার্চ ১৯৯৪ইং সোমবার রাত দশটায় তারাবীর পর করাচি গুলশান ইকবাল ব্লক নং ৪ "মসজিদে খুলাফয়ে রাশেদীন" এর মধ্যে হয়েছে। প্রায় সোয়া এক ঘণ্টা এ বয়ান চলছিল। এখানে তিনি মানব জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। অলৌকিক বয়ান ও আশ্চর্যময় ভাষা, যা শুনে দিল থেকে দুনিয়ার লোভ বিদায় হয়ে যায় এবং আখেরাতের তীব্র আগ্রহ ও ভালবাসা জেগে উঠে।
এ বয়ান টেপ রেকর্ডারের মাধ্যমে সংকলন করা হয়। লেখার সময় এর নাম "কেন এই জীবন" রাখার সিদ্ধান্ত হয়। আল্লাহ তা'আলা এই বয়ানকে কবুলিয়াতের মর্যাদা দান করুন এবং উম্মতে মুহাম্মদিয়ার জন্য উপকারী বানিয়ে দিন তার সাথে হযরতওয়ালা, লেখক সম্পাদক ও সহযোগী সকলের জন্য ছদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। আমীন।
Report incorrect information