বাংলা সাহিত্য অঙ্গনে কবি দেলোয়ার হোছাইন বেশ পরিচিত মুখ। বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন সক্রিয়ভাবে। বহু দিন লেখালেখির সঙ্গে সম্পৃক্ত আছেন। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে একক কাব্যগ্রন্থ ‘আমার অনুভূতি’। গ্রন্থটি তাকে দারুণ কবি খ্যাতি এনে দেয়। পেশাগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চার প্রতি তার গভীর অনুরাগ তাকে বিন্দুমাত্র স্তব্দ করতে পারেনি। তা ছাড়া তার বন্ধু, সহকর্মীসহ সতীর্থদের পরম উৎসাহে তিনি কাব্যচর্চা করছেন। তার কবিতায় সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনধারণ থেকে শুরু করে সমাজের উঁচু ধনিক শ্রেণির লোকেরাও বাদ যায় না। কবিতার বিষয়বস্তু হিসেবে ধরা দেয়। কবিতায় সহজসরল ভাষার প্রয়োগের মাধ্যমে কবিতাকে সব শ্রেণির পাঠকের কাছে বোধগম্য করা কবি দেলোয়ার হোছাইনের কবিতার প্রধান বৈশিষ্ট্য।
পরিশেষে, কবি দেলোয়ার হোছাইনের ‘কবিতায় জীবনবোধ’ কাব্যগ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। উক্ত গ্রন্থের প্রতিটি কবিতা পাঠকের মনকে আলোড়িত করতে সক্ষম হবে। পাঠক ও লেখকের জন্য নিরন্তর শুভকামনা।