বিবাহ কিভাবে ইসলামী পদ্ধতিতে সম্পন্ন করা যায় সে সম্পর্কে উলামায়ে কেরাম ছোট বড় বিভিন্ন আকারের কিতাব রচনা করেছেন। হাকীমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ) তার বিভি- ন্ন লেখনী ও মাওয়ায়েযের মধ্যে এসম্পর্কে বিশদ আলোকপাত করে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এবং এটিকে কেন্দ্র করে সমাজে যেসব রুসুমাত কুপ্রথা আর বিজাতীয় প্রথা চালু রয়েছে সেগুলির মূলোৎপাটন করার চেষ্টা করেছেন। কিন্তু এসব বিষয়গুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে তা থেকে উপকৃত হওয়া কিছুটা মুশকিল হয়ে পড়েছিল। আল্লাহ পাকের মেহেরবাণী যে,লেখক অক্লান্ত পরিশ্রম করে সেসব বিষয়গুলিকে একত্রিত করে গুরুত্বপূর্ণ একটি সংকলন তৈরী করেছেন, যা এ বিষয়ের একটি মাইলফলক।