Category:নারী সম্পর্কীয়
মানব জীবনকে যদি চলমান দু'চাকার যান ধরি, তবে তার দুটি চাকার একটি হবে নারী। নারী ছাড়া পৃথিবীর চাকচিক্যতা একেবারে ম্লান। এমনকি নারী ছাড়া পুরুষের জীবন অন্ধকারাচ্ছন্ন। তেমনি পুরুষ ছাড়া নারীদের জীবন মূল্যহীন-বৃথা ।
মানব জাতির অস্তিত্বের বিকাশ ও প্রসারে নর-নারীর পরস্পর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। মানব সভ্যতার পূর্ণ বিকাশ ও সমৃদ্ধিতে পুরুষের পাশাপাশি নারীরাও বিশেষ ভূমিকা রেখেছে। পৃথিবীর সব জাতি, ধর্ম বিশ্বাস ও দর্শন নারী জাতিকে ছোট করে দেখেছে। শুধুমাত্র ইসলামী জীবনাদর্শ নারীকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। ইসলামে নারীর মর্যাদা ও সম্মান অসামান্য। একজন আদর্শ নারী হতে হলে শৈশবকাল থেকেই পূর্ববর্তী মহীয়সী নারীদের সোনালী জীবন আয়ত্ব করতে হয়। চরিত্রবর্তী নারীদের মনোহর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। পথভ্রষ্টতায় পরিপূর্ণ নানামুখী চক্রান্তের জালে আবদ্ধ আজ মুসলিম নারী সমাজ। বইটি পড়ে যদি জাহান্নামের ভয়-ভীতি অন্তরে জাগ্রত হয়ে চরিত্রবান জান্নাতী নারীদের জীবনকর্ম কেউ আয়ত্ব করে তবে জীবন স্বার্থক হবে বলে মনে করি । বিশেষ করে ৬ জন আলোকিত জান্নাতী নারীর জীবন সম্পর্কে জানা, নারী সমাজের জন্য একান্ত কর্তব্য।
কেননা তারা হবেন মুসলিম উম্মাহর জান্নাতী নারীদের সরদার। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে ঈমান, আমল ও আখলাক অর্জনে অধিকতর নিরাপদ পরিবেশে থাকে । আলোচিত নারীরাই মুসলিম সমাজের জন্য উত্তম উদাহরণ। যারা তৎকালীন অনেক পুরুষকে হার মানিয়ে মুসলিম নারীদের জন্য সম্মান ও মর্যাদার আসনে সমাসীন হয়ে ছিলেন। তাদের জীবন কর্ম আমাদের নারীদের জন্য শিক্ষা, সভ্যতা- সংস্কৃতি, আদব-আখলাক, উত্তম আদর্শ গ্রহণে সহায়ক। আলোচ্য গ্রন্থটি যেন উস্তাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে নারী সমাজকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করে তুলতে পারে এ কামনা রইল ।
Report incorrect information