ওয়াহিদুজ্জামান বকুল কবি হিসেবে আত্মপ্রকাশ করছেন প্রথমবারের মতো, কিন্তু তাঁর কবিতা বলছে, তিনি ‘নতুন’ নন। প্রকাশ্য আলোতে কবিতা নিয়ে হাজির হতে প্রস্তুতি নিয়েছেন মাত্র। চুপচাপ লিখেছেন, তারপর যেদিন এ বিশ্বাস হলো, ‘কবিতা’ তাঁর আঙুলে তৈরি হয়, তখন দরজা খুলে বের হয়ে এসেছেন। হাতে প্রথম কাব্যগ্রন্থ ‘বরফের বাড়ি’। তাঁর কবিতা পড়ে আমার উপরের ধারণা বদ্ধমূল হয়েছে। দীর্ঘ চর্চা ছাড়া এত মেদহীন, গতিময় কবিতা লেখা সম্ভব নয়। পাঠক নিশ্চিত থাকতে পারেন, ‘বরফের বাড়ি’ তাঁদের মুগ্ধ করবে। ছোট্ট একটি টিপ দেই, তাহলো, কবিতাগুলো একাকী পড়বেন, দেখবেন কেমন যেন ঘোর লাগছে, দূর থেকে ভেসে আসছে অপূর্ব মূর্ছনা। তবে সাবধান, মাঝে মাঝে মন খারাপ হতে পারে। যে কবিতা মন খারাপ করে দেয় তা ভালো কবিতা। এটাও কবির সার্থকতা।
অভিনন্দন, ওয়াহিদুজ্জামান বকুল। এবার আমি রাস্তা ছেড়ে দেই, কারণ কথায় আছে, কবিরা হেঁটে গেলে গদ্য লেখকদের রাস্তা ছেড়ে দিতে
হয়।
বাদল সৈয়দ, কথাসাহিত্যিক