কথার কাগজ একটি শিল্প ও সাহিত্যের পত্রিকা। চতুর্মাসিক এই পত্রিকাটির প্রধান সম্পাদক কবি এবং কথাসাহিত্যিক কেতন শেখ। সম্পাদনা পরিষদে আরও আছেন কবি অয়ন আবদুল্লাহ, কবি ফারাহ জেহির, নাঈমা পারভিন, এবং বনোমিতা ঘোষ। পত্রিকাটি প্রকাশ করছে স্টুডেন্ট ওয়েজ। কথার কাগজে নিয়মিত লিখছেন দেশের খ্যাতমান কবি-সাহত্যিকবৃন্দ। মানসম্পন্ন এবং নান্দনিক লেখায় সমৃদ্ধ হবার কারণে রাজধানী ঢাকাসহ সমগ্র দেশে এবং দেশের বাইরেও পত্রিকাটি পাঠকপ্রিয়তা অর্জনে সাফল্য লাভ করেছে। লেখনী নির্বাচনে, সংস্করণ গ্রন্থনায় এবং অলংকরনে কথার কাগজের সম্পাদনা পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করছেন স্টুডেন্ট ওয়েজের প্রকাশক মাশফিকউল্লাহ তন্ময়।