Category:পশ্চিমবঙ্গের বই: সাহিত্যিক, শিল্প ও সংগীত ব্যক্তিত্ব
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
শোনা তথ্য, পড়া তথ্য, সেই সঙ্গে নিজের অনুভূতি ও উপলব্ধি একত্রিত করে তারাদাস বন্দ্যোপাধ্যায় 'উদ্বোধন' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রতি মাসে লিখতেন 'পিতা নোহসি'। মূলত পিতৃদেবের জীবনকাহিনী, স্রষ্টার কথা বলতে গিয়ে সৃষ্টির কথাও ঘুরেফিরে এসেছে। মে ২০০৮ রচনাটির প্রকাশসূচনা, ক্রমান্বয়ে লিখেছেন অক্টোবর ২০১০ পর্যন্ত। পত্রিকার প্রকাশকালেই পাঠকমহলে এ লেখা সাড়া ফেলেছিল। আমাদের দুর্ভাগ্য, পাঠক-নন্দিত 'পিতা নোহসি' শেষ করতে পারেননি তারাদাস। আকস্মিক প্রয়াত হন তিনি। বিভূতিচর্চার ক্ষেত্রে যে লেখা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, বিভূতিভূষণকে চেনানোর, জানানোর জন্য যে লেখা অপরিহার্য, তা ধুলোমলিন পুরোনো পত্রিকার পৃষ্ঠাতেই হারিয়ে যেত। সুখের কথা, দীপ প্রকাশনের মুখের কথায় তারাদাস-পত্নী হাতে কলম তুলে নিয়েছেন। স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করলেন তিনি। মিত্রা বন্দ্যোপাধ্যায়ের কাছে দীপ প্রকাশন কৃতজ্ঞ। তিনি স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন বলেই বাঙালির হাতে স্মৃতিমিশ্রিত একটি চমৎকার জীবনকথা পৌঁছলো। প্রাণের লেখককে নিয়ে লেখা এই প্রাণবন্ত বইটি হাতে পেয়ে যেকোনো পাঠকই আপ্লুত হবেন।
Report incorrect information