লেখক হিসাবে আমার সাহিত্যাঙ্গনে প্রবেশ এক দশক আগে। তবে গ্রন্থ রূপে আলোর মুখ দেখি ২০২৫ বই মেলায় একটি কাব্যগ্রন্থে। এবার বইমেলায় প্রকাশ হতে চলেছে ‘ইচ্ছে নদী’ শিরোনামে একটি কাব্যগ্রন্থ, যেখানে স্থান পেয়েছে বাস্তাববাদী একগুচ্ছ কবিতামালাÑ ‘জীবনের প্রতি অভিযোগ, বিদ্যুৎ, নাম বদল, দয়াময় প্রভূ, পথভ্রষ্টতা, হৃদয়ের বন্যা, কেমন নেতা, মহাগ্রন্থ আল—ক্বোরআন, ভালোবাসার মানদন্ড, বাবা, মা, আমার এ দেশ, কচুরিপানা’ এরকম আরো অনেক কবিতার ফুলঝুড়ি। তাই এই কাব্যগ্রন্থ না পড়লে অবোধ্য থেকে যেতো। চলমান ঘটনার চমৎকার বর্ণনা ও নানা ছোটো—বড় এবং সমাজে নানা বিষয়ের অবতারণায় আমি পোক্ত কলমের পরিচয় দেওয়ার চেষ্টা করেছি যাতে পাঠক সহজেই তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয় এবং চরম পূলক অনুভব করবেন ইনশাআল্লাহ।
পরিশেষে কাব্যগ্রন্থটিতে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং দ্বিতীয় মূদ্রণে ভুলগুলো সংশোধনে পাঠকের সহযোগীতা কামনা করি।