আমরা সময়ের ক্রান্তিকাল অতিক্রম করছি। আমাদের জাতি, জাতির ভবিষ্যৎ ছাত্রসমাজ, যুব সমাজ আর সাধারণ জনতা সকলেই দিনকে দিন বই বিমুখ হয়ে পড়ছে। অথচ, বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে জীবনকে অর্থবহ করে তোলার রসদ।
“কাব্যগুচ্ছ’’ শত বছর ধরে রচিত জীবনমুখী কাব্যগুলোকে নতুনতার আঙ্গিকে রূপদান করার এক ক্ষুদ্র প্রয়াস। বর্তমান সময়ের পাঠকেরা যাতে সহজে এর সুধা পান করতে সক্ষম হয় সে উদ্দেশ্যে খুব সহজ, সরল আর সাবলীল ভাষায় কবিতাগুলো রচিত হয়েছে।
আশা করা যায় সচেতন পাঠকেরা প্রতিটি কবিতার ফাঁকে ফাঁকে খুঁজে পাবে তাদের ইপ্সিত জীবনবোধ। ভালো মানুষ হবার উদ্দীপনা। সৃষ্টিকর্তাকে খুঁজে পাবে জীবনে চলার পথের প্রতিটি বাঁকে।