মহাকালের সওয়ারী মানুষ পরিব্রজন করে জীবন অনন্তের অন্বেষণে। সে পরিব্রজনের শেষে থাকে কি কিছু জীবনের সঞ্চয়ে? প্রতিটি মানুষই একসময় আবিষ্কার করে অসীম ঘটনাবহুল জীবনের প্রান্তসীমায় এসে তার একাকিত্ব।
সংগ্রামী মানুষের জীবনকাহিনি এই নোভেলা। সব কিছু নিয়ে যায় কাল- মহাকাল। রাখে না কিছুই সে মহাকাল, নিথুয়াকাল। (নিথুয়াকালে লেখকের পূর্বতন বই “দহন '৭১” ও ‘প্রণয় পুরাণের গদ্যের দুয়েকটি পরিচ্ছেদ প্রাসঙ্গিকতার প্রয়োজনে ব্যবহার করা হয়েছে।)