আল্লাহর কাছে আমার একটু দোয়া
মা'বুদ! শারীরিক, মানুষিক, আধ্যাত্মীক তাওফীক বাড়িয়ে দাও। তোমার অতিব প্রিয় কুরআনের ভিতরে ডুবে থাকার আর তোমার শান্ত করা ও শান্তি দেয়া রহমতের ও মাগফিরাতের দ্বারা যে নিরাপত্তা তুমি পাঠাও সেই নিরাপত্তার স্বাদ গ্রহণের। আমাদের পূর্বের ও কিয়ামত পর্যন্ত বংশধর, দ্বীনি ভাই-বোন, দূরের কাছের আত্মীয়, নিজের ভাই-বোন, পাড়া প্রতিবেশী, সাহায্যকারী ঘরের বাইরের প্রতিটা প্রিয় ও অপ্রিয় যারা তোমাকে সিজদা দিতে ভালোবাসে, তোমার নিয়ামতের শোকর করে। যারা তোমাকে ভালোবাসে তুমি আল্লাহ তাই। যারা তোমার আনুগত্য করে তুমি অভিভাবক ও প্রতিপালক জেনে ও বুঝে তাদেরকেও। যারা জাহান্না-ে মর ভয়াবহ আগুন থেকে নিজের রূহ ও শরীরকে বাঁচিয়ে চলে তোমার খুশির জন্য-যারা জান্নাতের পথে চলছে তোমার সাথে একদিন এক মহাক্ষণে দেখা হবে এই আশা নিয়ে তাদেরও। আমীন।
তোমারই গোলাম
মায়া