কবি পরিচিতি: শিপন তালুকদার, সহকারি শিক্ষক সামাজিক বিজ্ঞান, মধ্যনগর বি.পি উচ্চ বিদ্যালয় ও কলেজ মধ্যনগর, সুনামগঞ্জ। ১৯৮৬ সালে,সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের কায়েতকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। সিলেট মদন মোহন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এ মাস্টার্স, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ এম বি এ ও ময়মনসিংহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি, এড ডিগ্রী লাভ করেন। শখের বিষয় বই পড়া ও লেখা। পোলাকান্দার কাব্য ও জল হিজলের মায়া লেখকের একক কাব্যগ্রন্থ। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে লেখক ৬ষ্ঠ তম। লেখকের ছোটবেলা কেটেছে হাওর-বাওরে
হৈ-চৈ করে।