কথাশিল্পী নাসিমা আনিস ও হাবিব আনিসুর রহমান রচিত যৌথ কিশোর গল্পগ্রন্থ ‘এমেন মানুষ হতে চেয়েছিল’। বইটিতে দুজন দুটি দুটি করে মোট চারটি্ গল্প লিখেছেন। সবগুলো গল্পই আকর্ষণীয়। ‘এমেন মানুষ হতে চেয়েছিল’ গল্পগ্রন্থটি ইতোমধ্যেই শিশুকিশোরদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে
গল্পগুলোয় কিশোর মনের কৌতূহল, অ্যাডভেঞ্চার, অনুসন্ধিৎসা ও নানা ইচ্ছা-অনিচ্ছা সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী আইয়ুব আল আমিন।