সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানুন নাসায়ি, সুনানু আবি দাউদ, সুনানুত তিরমিজি, সুনানুদ দারিমি, সুনানু ইবনি মাজাহ, মুসনাদু আহমাদ এবং মুওয়াত্তা মালিক—হাদিসের কালজয়ী এই নয়টি কিতাব থেকে ইসলামের মাজলুম ফরজ জিহাদবিষয়ক সহিহ হাদিসের সংকলন বক্ষ্যমাণ গ্রন্থ জান্নাতের সবুজ পাখি। পুনরুক্তি ছাড়া ৩৪৭টি সহিহ হাদিস এতে সংকলিত হয়েছে। গ্রন্থটির শুরুতে জিহাদের তত্ত্বকথা শিরোনামে ভূমিকাস্বরূপ এক দীর্ঘ আলোচনা রয়েছে, যেখানে কুরআন-সুন্নাহ, ফিকহ ও যুক্তির আলোকে জিহাদের হাকিকত, তত্ত্ব ও হিকমাহ স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রচলিত কিছু সংশয় নিরসন করা হয়েছে। গ্রন্থটিতে কোনো জয়িফ (দুর্বল) হাদিস উল্লেখ করা হয়নি—জাল, ভিত্তিহীন ও বানোয়াট বর্ণনা তো নয়ই। তবে এমন কিছু হাদিস আনা হয়েছে, যেগুলো হাদিসশাস্ত্রের নীতি ও ইমামগণের বক্তব্য অনুসারে সহিহ; কিন্তু হালজামানার কোনো হাদিসবিশারদ ভুলবশত সেটা জয়িফ বলেছেন। অবশ্য এসব ক্ষেত্রে টীকায় হাদিসের বিশুদ্ধতার তাহকিক উপস্থাপন করা হয়েছে। প্রতিটি হাদিসের সঙ্গে তাখরিজ (গ্রন্থসূত্র) রয়েছে। প্রায় সব হাদিসের শুরুতে স্বতন্ত্র শিরোনাম যোগ করা হয়েছে, যাতে সাধারণ পাঠক এর মর্মার্থ সহজে অনুধাবন করতে পারেন এবং সবাই যেন হাদিসগুলো পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারেন। মুসলিমদের ঘরে ঘরে যেন হাদিসগ্রন্থটির তালিম হয়, সবার অন্তরেই যেন দীন বিজয়ের স্বপ্ন এবং শাহাদাতের দুর্বার আকাঙ্ক্ষা জাগ্রত হয়, সেই মহান লক্ষ্য সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আলী হাসান উসামা, পেশাঃ শিক্ষক, আলোচক, লেখক, অনুবাদক, জন্মঃ ২২.০৮.১৯৯৫, পিতাঃ খলিলুর রহমান, শিক্ষাজীবনঃ লেখক ২০০৮ খ্রিস্টাব্দে জামিয়া মদীনাতুল উলুম দারুস সালাম মাদরাসা, খাসদবির, সিলেট থেকে হিফজ সমাপন করেন। হিফজ বিভাগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে প্রথম স্থান অর্জন করেন। মাদানি নেছাবের প্রথম এবং দ্বিতীয় বর্ষ মাদরাসাতুল ইহসান আলআরাবিয়া, উত্তরা, ঢাকায় লেখাপড়া করেন। মাদানি নেছাবের তৃতীয় বর্ষ থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত আলমাদরাসাতুল আরাবিয়া বাইতুস সালাম, শায়েস্তাখান এভিনিউ (র্যাব-১ সংলগ্ন), উত্তরা-২, ঢাকা-১২৩০ এ অধ্যয়ন করেন। ২০১৫ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান থেকে কওমি মাদরাসার সর্বোচ্চ বিভাগ দাওরায়ে হাদিস সমাপন করেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে ফযিলত বিভাগে দ্বাদশ স্থান এবং তাকমিল বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেন। কর্মজীবনঃ লেখক বর্তমানে আলমাদীনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, আবাদানি, এয়ারপোর্ট রোড, সিলেটে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন।