এ ক দেশে ছিল এক রাজা আর রানী। তিনি ছিলেন খুব দয়ালু রাজা। এমনকি রানীও ছিলেন খুব দয়ালু। দেশের প্রজারা রাজা-রানীকে খুব ভালোবাসত। কিন্তু রাজা-রানীর মনে কোন সুখ নেই। কারণ তাদের কোন সন্তান ছিল না। অনেক অনেক দেশের নামকরা সব হেকিম, বদ্যি, কবিরাজ দিয়ে চিকিৎসা করানোর পরও তাদের কোন সন্তান হয়নি।
একদিন রানী দুপুরবেলা জানালার ধারে বসে রুমালে চমৎকার রঙিন ফুলের নকশা সেলাই করছিলেন।