বাংলা ছোট গল্প আমার কাছে একেকটা ছবির মতোন। গল্প আঁকা যায় কলমের নিপুণ কালি দিয়ে সাদা খাতার পাতায় কিংবা ল্যাপটপের ঝুলিতে হয়ে ওঠে ধ্বনি, প্রতিধ্বনি এবং গন্ধময়, ইশারায়, ইঙ্গিতে অনুভবে আর চিন্তায়।
গল্পের একটি কারিগরি দিক থাকে যেটাকে উত্তম শিল্পরূপে গড়ে তোলা যায়। একেকটা গল্প এভাবেই গড়ে ওঠে একেকটা মানবিক দলিল হয়ে। আমার এই গল্প সমারোহ গ্রন্থে এ-যাবৎ লেখা পত্র-পত্রিকায় প্রকাশিত সব গল্পই রয়েছে। এই গল্পগুলোর রচনাকালের ব্যাপ্তি ষোল বছর।