হযরত ওসমান (রাঃ)-এর জন্ম ও বংশ-পরিচয়
মক্কায় প্রবাদ ছিল তোমরা যদি দুনিয়ায় হযরত ইউসুফের রূপরাশি দেখতে চাও, তবে আফ্ফানের পুত্র ওসমান (রাঃ)-এর দিকে তাকাও। ওসমান (রাঃ) শুধু রূপেই অনিন্দ্য-সুন্দর ছিলেন না, গুণেও কুরাইশ- যুবকদের ভেতর তাঁর তুলনা ছিল না। ফুলের মত সুকুমার দেহ এবং শিশিরের মত মন নিয়ে তিনি মক্কার প্রসিদ্ধ সওদাগর আফ্ফানের গৃহ আলোকিত করেছেন।
পিতা-মাতা নিজগৃহে তাঁর বাল্যশিক্ষার ব্যবস্থা করেছেন। তখন মক্কায় স্কুল-মাদ্রাসার অভাব ছিল। ধনীর সন্তানেরা নিজ গৃহেই লেখাপড়া করত। বেশি লেখাপড়ার প্রয়োজন হত না। হযরত ওসমান (রাঃ) ঘরে বসে মোটামুটি লেখাপড়া শিখেছিলেন।