একদা গ্রীষ্মের ভরা দুপুরে মক্কার খুব গরম বালির উপর দিয়ে পায়ে দ্রুত হেঁটে খোলা তলোয়ার হাতে নিয়ে বীর বিক্রমের মত অগ্রসর হচ্ছে এক বীর বিক্রম। মক্কার মরুভূমির প্রচন্ড সূর্যতাপ, গরম বালুকণা এবং মরু আরবের গরম হাওয়া কোন কিছুই তাঁর চলার পথকে রোধ করতে পারছে না। তার এই দ্রুত চলার গতির কারণে মনে হচ্ছে যেন মরুভূমি ভয়ে থর থর করে কাঁপছে। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তার জ্বলন্ত চোখের সামনে আজ সব কিছু যেন তাঁর কাছে মাথা নত করে তার নিকট থেকে দূরে সরে যাচ্ছে।