মহাকবি আলামা শেখ সাদী (রহ.)-এর জীবনকথা
মুসলিম বিশ্বে যে সকল কবি, দার্শনিক, তাসাউফতত্ত্বজ্ঞানী ও বিশ্বজোড়া খ্যাতিমান ব্যক্তিত্ব সুমহান সাধনার শৈল শিখরে আরোহণ করেছিলেন, তাদের মাঝে মহা কবি আলামা শেখ সা'দীর নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। যারা জ্ঞান, দর্শন ও সুফীতত্ত্বের মূল শিখরের সন্ধানে পথ চলতে আগ্রহী, তারা অবশ্যই শেখ সা'দী (রহ.)-এর রেখে যাওয়া দিক দর্শনকে অনুসরণ করবেন, তা বলার অপেক্ষা রাখে না