আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
সৌরভ হোসেনের গল্প কেবল গল্পের খাতিরে গল্প হয়ে ওঠে না। যে খরখরে, নুন-ছাল ওঠা সময়ের পেটের ভিতর অতিবাহিত লেখকের যাপন, সেই সময়টার টুটি বাঘের শিকার ধরার মতোই জাপটে ধরেছেন তিনি। এ ছাড়া গতি নেই। এ-সময় সর্বনাশা, সর্বভুক। আমাদের অতীত ও অস্তিত্ব গিলে ফেলেও তার শান্তি নেই। লকলকে জিহ্বায় সে ছুঁতে চায় আমাদের স্বপ্ন, কল্পনা, ভবিষ্যৎ। সৌরভের গল্প সময়ের এই চালচিত্রেই জন্ম নেয়। উঠে আসে মানুষের বিপন্নতার কথা। গোষ্ঠীগত অসহায়তা। প্রান্তিক ও সংখ্যালঘু মানুষের ভয়, আতঙ্ক। নাগরিকত্ব হারানোর ভয়, রাজনীতির খেলায় বোড়ে হয়ে থেকে-যাওয়ার ভয়, ধর্ম-ধর্ম যুদ্ধে আচমকা প্রাণ হারানোর ভয়, বিষাক্ত এক সরীসৃপের মতো আমাদের জনজীবনের একটা বড়ো অংশের মেরুদণ্ড ছুঁয়ে বয়ে যায়। সৌরভের তীক্ষ্ণ পর্যবেক্ষণে উঠে আসে সেই পরিধির জীবনের কথা। তাদের অসহায়তা, আর্তি, বিপন্নতার কথা। এ কেবল সৌরভের নির্মিত গল্পভুবন নয়, এ আসলে আমাদেরই হাতে তৈরি আমাদের নিজস্ব সময়। যার ছোবল থেকে আমাদের রেহাই নেই। তবু ভবিষ্যতের স্বার্থে সেই বাস্তবতার সবটুকু নথিবদ্ধ করে রাখা যে-কোনো সচেতন শিল্পীর কর্তব্য। এই সংকলনের ১২টি গল্পে সেই দায়িত্বই পালন করেছেন সময়সচেতন সৌরভ।
Report incorrect information