ডাকঘর পেরিয়ে, বড় রাস্তার পাশে একটি চিকন গলি
সোজা চলে গেছে- বাবুর চায়ের দোকান। আমি
একদিন বাবুর দোকানে গিয়েছিলাম। এবং অবাক হয়ে
দেখলাম আমার হালকা লিকারের কথা সে আগে
থেকেই জানে। পাশেই এক নাপিত ঘর-
তার একমাত্র কাজ হলো মানুষের চুল কেটে দেয়া।
ঘর ভর্তি পড়ে আছে নানারূপ মানুষের চুল। আসা
যাওয়ার পথে এইসব দৃশ্য দেখা যায়। আরো একটু
হেঁটে গেলে একটি লাইব্রেরী ভবন, -যার কক্ষে
বাক্সবন্দী হয়ে আছে অনেক প্রাচীন আমলের কুঁড়মুড়ে
পাণ্ডুলিপি। মনে মনে অনেকবার ভেবেছি, নব নতুন
এই কবিতার বইটি ‘বিড়ি বিনিশ্চয়’ – নামেও
প্রকাশ হতে পারতো...