কবি কাজল আক্তার নিশির চমৎকার ববিতার পদ্ধতিয়াসা তার সফলতার বার্তা বহন করে, কবি কবিতার উপনায় নতুন মাত্রা যোগ করে হন আবেগী ইচ্ছের অনুয়ারি। কবি যখন নারী তখন তার উপমা অন্য সুন্দর তিন্ন অনুভবে দাড়া দেয়। কবিতা ও শিল্প আবেগী প্রতিপাদ্য, প্রতিটি মানুষ কে বোধে ছুঁয়ে দেয় যদি সে কবিতা কবিতা হয়, মান উত্তীর্ণ হয়। কাজল আক্তার নিশি নব ভাবনায় জাগিয়ে তুলুন সৃষ্টির শরীর। বিজয়ী হোক হন্দের সাগরে।
তার প্রথম কাব্যগ্রন্থ 'গহীনের ভাবনা' তাকে সফলতার শীর্ষে নিয়ে যাক এই প্রত্যাশা এবং কাব্য গ্রন্থটির সফলতা কামনা করছি।