27 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 150TK. 116 You Save TK. 34 (23%)
Related Products
Product Specification & Summary
আমাদের নবিজি ছিলেন 'جوامع الكلم' —অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করার অদ্ভুত ক্ষমতা ছিল তার। এটা একান্তই তাঁর স্বভাবজাত অলৌকিকতা, যেখানে আর কারোর দখল নেই। তবে আরবি কালামশাস্ত্রে এর কাছাকাছি একটা পরিভাষা আছে—ইজায! বাক্যসংকোচন! সাহিত্যে গুটিকয়েক মনীষীদের এই দক্ষতা থাকে। তাদের এই শক্তিকে ভাষার অলৌকিকতা বলা হয়। তারা স্বল্প বাক্যে বিশাল অর্থ প্রকাশ করতে পারেন। আদহাম শারকাবি সেই কিংবদন্তিদের একজন।
অতীত-বর্তমান, আশা-নিরাশা, রস-বিরসের বাহারি রাস্তায় তিনি ছুটিয়েছেন চিন্তার আরবি ঘোড়া! যে ঘোড়া থেমেছে তার চিন্তামহলের অন্দরে। ঐশ্বর্যময় এক মহল, যা কেবলই স্বচ্ছ, পবিত্র ও মহান!