মানুষের চিন্তার উন্মেষকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্ম হয়ে উঠেছে বেঁচে থাকার অনুষঙ্গ। ধর্ম মানুষের চৈতন্যের ওপর ভর করে সমাজ, দেশ ও সীমান্ত পেরিয়ে বিস্তৃত হয়েছে হাজার হাজার বছর ধরে। তেমনিভাবে ইসলামও চৌদ্দশ বছর আগে আরব থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল।
হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। বাংলাভাষী অনেক লোকই প্রতি বছর হজ পালনে মরুর দেশ সৌদি আরবে যান। বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন সেখান থেকে। কিন্তু ব্যতিক্রম কিছু মানুষ এই ফিরে আসাকেও করে তুলেন প্রাণময় ও নান্দনিক। তেমনই একজন কবি ঝিনুক জোবাইদা।
বাংলা ভাষায় লিখিত হজের ওপর অনেক বই বাজারে আছে- কিন্তু সব বই পাঠকের মন ও নজর কাড়তে পারে না। ঠিক এখানেই ঝিনুক জোবাইদা তার সাহিত্য ও শিল্প চিন্তার পরিচয় দিয়েছেন। কালো পাথরের ছায়ায় বইটি যারা হাতে তুলে নেবেন তারা রোমাঞ্চিত হবেন, আগ্রহী হবেন, ভাবিত হবেন। এই বইটি হজের ওপর লিখিত বইগুলোর প্রথম কাতারে থাকবে, এতে কোনো সন্দেহ নেই।
-প্রকাশক