ইতিহাসের সকল বই থেকেই রসূল স.-এর বংশ পরিচয় বিশেষ করে তার পূর্বপুরুষদের বিস্তারিত তথ্য পাওয়া যায়। এসকল বই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি স্পষ্ট ও পরিস্কার যে, রসূল স. হজরত ইবরাহীম আ.-এর বংশধর। ইমাম ইবনে কাসীর রহ. তার বিখ্যাত বই আল বিদায়া ওয়ান নিহায়াতে (২/১৯৫) রসূল স.-এর বংশ পরম্পরার ইতিহাস টানতে টানতে একদম আদম আ. অবধি চলে গিয়েছেন। অন্যদিকে, ইমাম ইবনুল কাইউম রহ, তার জাদ আল মা'আদ বইতে (১/৭১) নবিজি স.-এর বংশগতিকে বিশ্লেষণ করতে গিয়ে আদনান পর্যন্ত উল্লেখ করেছেন। নবিজি স.-এর পূর্বপুরুষের তালিকায় আদনান পর্যন্ত ইমাম ইবনে কাসীর ও ইমাম ইবনুল কাইউম দুজনেই একমত হয়েছেন। এই আদনান যে ইবরাহীম আ. এর বংশধর- সেই বিষয়েও তারা সম্মত হয়েছেন। তবে আদনানের আগে কতজন পূর্বপুরষ হজরত ইবরাহীম আ. এর পর থেকে আগমন করেছেন- তা নিয়ে তাদের মতপার্থক্য রয়েছে। উপরোক্ত দুটো গ্রন্থের মাঝে সমন্বয় করে আমরা নবিজি স.-