Category: ইসলাম ও বিজ্ঞান
সিজদাহ: এক বহুমাত্রিক অভিব্যক্তি সিজদাহ মহান আল্লাহর আদেশ। আল্লাহর প্রতি দ্বিধাহীন এবং চূড়ান্ত ও সর্বাত্মক আনুগত্যের অঙ্গীকার। সম্মান প্রদর্শনের দৃশ্যমান অভিব্যক্তি। আল্লাহর প্রতি তার দাসের সর্বোচ্চ কৃতজ্ঞতার স্বীকৃতি। প্রার্থনার মহাসোপান।
আমাদের অস্তিত্ব এবং স্থায়িত্ব সবই আল্লাহর অনুগ্রহ। জীবনের যাবতীয় প্রাপ্তি তাঁর অনুগ্রহ। যা পেতে চাই তা পেতেও তাঁরই মুখাপেক্ষী আমরা। এই বাস্তবতায় সকল অহম এবং দম্ভ ছেড়ে তাঁর সমীপে সিজদাবনত হওয়ার মধ্যে অফুরন্ত কল্যাণ এবং চূড়ান্ত সাফল্য।
Report incorrect information