মুল কিতাবের মান ও বৈশিষ্ট্য যথাসম্ভব অক্ষুন্ন রেখে জটিল ও দুর্বোধ শব্দগুলোর শব্দার্থ সংযোজন করে সহজ ও সাবলীল ভাষায় কিতাবটি অনুবাদ করা হলো। আশা করি শিক্ষার্থীরা এ কিতাবটি থেকে পূর্নাঙ্গরূপে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ।
মানুষ ভুলের উধ্র্বে নয়। তাই কিতাবটি অধ্যয়নকালে যে কোনো ধরনের ভুল দৃষ্টিগো হলে তা আমাদের জানানোর জন্য অনুরোধ রইলো। পরবর্তী সংস্করণে অবশ্যই সংশোধন করা হবে।
আপনাদের সহযোগীতায় আমরা আরো ভালো ভালো কিছু করার উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে