পাহাড়- সমুদ্র -বরফকফিন- প্যারালাল ইউনিভার্স,
গ্রহ-নক্ষত্র, পৃথিবীর অতিপ্রাকৃত ঘটনা সমুহে খুঁজতে গিয়ে বুঝেছি–
তবু আজো পৃথিবীর অর্ধেক রহস্যই মানুষ,
তারা কেউই এখন আর মাতৃভাষায় কথা বলে না
তাদের চোখের ভাষা বিজাতীয় আগ্রাসনের
মুখের শব্দ নকল চুক্তির
ঠোঁটের প্রতিফলন মিথ্যা যুদ্ধের
কবে কোন অচেনা দূর্যোগের সাথে হয়েছে সাক্ষাৎ
তারা বড় হয়েছে।
তবু আজো পৃথিবীর অর্ধেক রহস্যই নারী,
অর্ধেক কবিতা জীবনানন্দ,
অর্ধেক ফুল স্থবির– অর্ধেক উড়ন্ত ফানুশ।
~ফজলে রাব্বি